এস এম মনি সরকার, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলায় পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে বিভিন্ন উপজেলা। প্রতি বছরের মতো এবারও ১০, ১১ ও ১২ মার্চ আন্তর্জাতিক কবি মিলন, মেলা কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মায়ের ঘর’ কে ঘিরে পোষ্টার, ফেষ্টুন ও ব্যানার ও শুভেচ্ছায় ভরে গেছে উপজেলাগুলোর বিভিন্ন রাস্তাঘাটা, স্কুল কলেজ ও বাজারের দোকান।
গ্রামীণ মেলার এই আয়োজনকে ঘিরে নানান পেশার মানুষের শখের থাকে না সীমা। কে কী দোকান দিবে, কীভাবে সাজবে, কাকে কাকে দাওয়াত দিবে ইত্যাদি। তাছাড়া কার বাড়িতে কতজন কবিকে রাখা হবে এ নিয়েও চলে গবেষণা। নাগরদোলা, বাঁশির আওয়াজে মুখরিত হয় মেলা প্রাঙ্গন। মূলত কবি মেলা রূপান্তরিত হয় মানব মেলায়। দেশ বিদেশের কবিদের আগমনে পাহাড়িয়া মানুষের মনে আনন্দের যেন ঢল নামে।
এ বছরও চলছে সম্মেলনের কাজ। সাধারণ মানুষগুলো অসাধারণ ভালোবাসা ছড়াতে করে যাচ্ছে আয়োজন।
Leave a Reply