তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দল এখন ঢাকায়। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন জস বাটলাররা।
এসময় বিসিবির পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। পরে ক্রিকেটাররা হোটেলের উদ্দেশ্যে রওনা দেন।
জানা গেছে, একদিনের বিশ্রাম শেষে আগামীকাল শনিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে প্রথম অনুশীলন নামবে ইংলিশরা।
আগামী ১লা মার্চ মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ।
অন্যদিকে মার্চের ৩ ও ৬ তারিখ মাঠে গড়াবে বাকি দুই ওয়ানডে। এরপর ৯, ১২ ও ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্য দিয়ে শেষ হবে দ্বিপাক্ষিক সিরিজ।
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে গত ২ ফেব্রুয়ারি দল ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সাদা বলের ক্রিকেটে দলটিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রেহান আহমেদ। সিরিজে ইংলিশদের নেতৃত্ব দিবেন জস বাটলার।
এদিকে বাংলাদেশ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয়।
Leave a Reply