কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমি মার্টিনেজ খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলায়। প্রিমিয়ার লিগের দলটি বর্তমানে অবস্থান করছে পয়েন্ট তালকার ১১ নম্বরে। বিশ্বকাপজয়ী মার্টিনেজ যদি ক্লাব ফুটবলের সেরা আসর চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বাদ পেতে চান তবে আগামি মৌসুমে শীর্ষ কোন ক্লাবে যাওয়া ছাড়া বিকল্প পথ খোলা নেই। সেই সুযোগটা তাকে দিতে পারে প্রিমিয়ার লিগেরই আরেক দল টটেনহ্যাম হটস্পার। যদিও তাদেরও চ্যাম্পিয়ন্স লিগে খেলাটা নিশ্চিত নয় এখনো।
টটেনহ্যামের এক নম্বর গোলরক্ষক হুগো লরিসের বয়স হয়ে গেছে ৩৬। ঘন ঘন চোট পাওয়ার পাশাপাশি ফর্মও অনেকটাই পড়তির দিকে ফ্রান্সের সাবেক অধিনায়কের। তাই বিশ্বকাপজয়ী লরিসের বিকল্প হিসেবে আগামী মৌসুমে নতুন গোলরক্ষক দলে টানতে চায় টটেনহ্যাম। সে ক্ষেত্রে তাদের পছন্দের তালিকায় আছে আরেক বিশ্বকাপজয়ী। কাতার বিশ্বকাপের সেরা গোলদাতা ও ফিফার বর্ষসেরা গোলরক্ষক এমি মার্টিনেজকে দলে নিতে আগ্রহী প্রিমিয়ার লিগের ক্লাবটি। ইংলিশ দৈনিক দ্য সানের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
সানের খবর অনুযায়ী, গোলরক্ষক হিসেবে স্পার্সের প্রথম পছন্দ ইংল্যান্ড জাতীয় দলের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে তাকে দলে ভেড়ানোটা অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করছে। এই মুহূর্তে রেলিগেশন এড়ানোর লড়াইয়ে থাকা টটেনহ্যাম যদি শেষ পর্যন্ত রেলিগেটেড হয়ে যায় তবে পিকফোর্ডের লন্ডনের ক্লাবটিতে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে যাবে। সে ক্ষেত্রে এমির নাম আর বিবেচনায় থাকবে না।
কিন্তু পিকফোর্ডের সঙ্গে চুক্তি অসম্ভবপর হলে বিকল্প হিসেবে আছে আর্জেন্টাইন গোলরক্ষককের নাম। সে ক্ষেত্রে ফের লন্ডনে ফিরে আসা হবে এমির। অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার আগে দীর্ঘসময় লন্ডনেরই আরেক ক্লাব ও টটেনহ্যামের আর্চ রাইভাল আর্সেনালে খেলেছেন এমি। সেখানে যোগ দিলে রক্ষণভাগে সতীর্থ হিসেবে পাবেন জাতীয় দলের সতীর্থ ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে।
অবশ্য পিকফোর্ড বা মার্টিনেজকে ভেড়াতে প্রায় একই পরিমাণ অর্থ খরচ করতে হবে স্পারদের। দুজনেরই বর্তমান বাজারমূল্য ৩৫ মিলিয়ন পাউন্ডের মতো। তবে বিশ্বকাপে এমি মার্টিনেজের আচরণের জন্য তার ব্যাপক সমালোচনা করেছিলেন ফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস। টটেনহ্যামে খেলা লরিস লেইকুইপেকে বলেছিলেন, ‘কিছু জিনিস আছে যা আমি জানি না সে কীভাবে করতে পারে। গোলের সামনে মাত্রাহীনভাবে নির্বোধের মতো আচরণ করে প্রতিপক্ষের মনোযোগ নষ্ট করার মতো কাজ কীভাবে করা যায় তা আমি জানি না।’
Leave a Reply