পণ্য বা সেবা নিয়ে ভবিষ্যদ্বাণী করা প্রতিষ্ঠান ওয়াচফুল এআই জানিয়েছে, টিকটক অ্যাপের সেটিংসে ‘স্ক্রিন টাইম’ অপশনে নতুন এ সুবিধা পাওয়া যাবে। পরীক্ষামূলক কার্যক্রমের ব্যবহারকারীরা এখান থেকেই ‘স্লিপ রিমাইন্ডার’ অপশন থেকে ঘুমানোর সময় নির্বাচন করতে পারছেন। এরপর নির্দিষ্ট মুহূর্তে টিকটক ব্যবহারকারীকে ঘুমানোর সময় জানাবে। এ ছাড়া ঘুমানোর সময় পরবর্তী সাত ঘণ্টা টিকটকের নোটিফিকেশন বন্ধ থাকবে।
এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে স্ক্রিনের সময় (কতক্ষণ ফোনের পর্দায় টিকটিক দেখবে) ব্যবস্থাপনার ফিচার চালু করে টিকটক। এ ছাড়া টিকটকে একটানা ব্যবহারের সময়সীমা নির্ধারণের সুযোগ রয়েছে।
সূত্র: প্রথম আলো
Leave a Reply