মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন

একুশে বইমেলা উপলক্ষ্যে রূপম প্রকাশনী, পাবনা থেকে প্রকাশিত গ্রন্থসমূহ

একুশে বইমেলা উপলক্ষ্যে রূপম প্রকাশনী, পাবনা থেকে প্রকাশিত গ্রন্থসমূহ

এস এম মনি সরকার: মহান ভাষা আন্দোলনের স্মরণে রাজধানী ঢাকাসহ পাবনা জেলাতেও মাসব্যাপী একুশে বইমেলার আয়োজন করা হয়। এই বইমেলাকে কেন্দ্র করে লেখকরা তাঁদের একক গ্রন্থ প্রকাশের জন্যও মেতে ওঠেন। উত্তরবঙ্গের ৩০ বছরের অভিজ্ঞতা ও সুপরিচিত প্রতিষ্ঠান রূপম প্রকাশনী, পাবনা থেকে ২০২৩ সালের একুশে বইমেলা উপলক্ষ্যে প্রকাশ হয়েছে ২০টি বিভিন্ন মানের গ্রন্থ।

প্রকাশিত গ্রন্থসমূহ হলো- বঙ্গবন্ধু সূর্য সন্তান, ফনিভূষণ মন্ডল, বৈদেহীর কাঠগোলাপ- শিহাবুদ্দীন শুভ, নির্বাচিত কবিতা, সুলতানা সাঈদা বেগম, আমার প্রকৃিত আমার পৃথিবী, আজিজুল হক, ছড়াসংগ্রহ ১- দেওয়ান বাদল, অনুভূতির স্মৃতি কথায়- হাসিবুর রহমান পিন্টু, কল্পনার রঙে- -মৈত্রেয়ী ব্যানার্জী, শারদ প্রভাতে – মানিক মজুমদার ও সারাহ বানু শুচি সম্পাদিত, কথাকলি- মঞ্জুলা বর, পাবনা আমার গানের পাখি, আজিজুল হক, হীরক জয়ন্তী স্মরণিকা, মানিক মজুমদার সম্পাদিত, নির্বাচিত কবিতা- মেহেরুননেসা রশিদ, প্রবন্ধের তীর্থ-সঙ্গম- ড. নির্মল কুমার বর্মন- ডি. লিট, বাঙালির হৃদয়ে সুর বাজে- মানিক মজুমদার ও উদয় সাহা সম্পাদিত, শতকাব্যের বাতায়নে- মেহেরুননেসা রশিদ, বদলে যাওয়া সময়- আনোয়ারা খানম স্মৃতি, পলাশ রাঙা একুশে- মানিক মজুমদার ও নিলয় বিশ্বাস সম্পাদিত, স্মরণ সিঁদুর= লিপিকা সরকার। প্রকাশিত গ্রন্থগুলো ঢাকা, পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় খন্ডকালীন বইমেলাতে ও রূপম প্রকাশনীতে পাওয়া যাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions