নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহাঙ্গীর আলম বিশ্বাসের দুটি বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে ‘ভোরের পাখি কাব্যগ্রন্থ যেটি প্রকাশনা করেন নবসাহিত্য প্রকাশনী ও গোয়েন্দা কাহিনী কোকেন কাণ্ডে কিংস কাইট যেটি প্রকাশিত করে কাব্যগ্রন্থ প্রকাশনী। বইটি সাজানো হয়েছে ভিন্নধর্মী গোয়েন্দা কাহিনীর গল্প দিয়ে। প্রতিটি গল্প পাঠককে দেবে ভিন্নতার স্বাদ।
এছাড়াও ভোরের পাখি কাব্যগ্রন্থে রয়েছে একাধিক কবিতা যার মধ্যে উল্লেখযোগ্য হলো সামনে ভোরের পাখি, শুনতে হবে, মানতে হবে, রাজকুমারী, প্রভাত আলো, বৃষ্টি কুসুম, বনভোজনের মাছের ছানা এমনই সব জীবনমুখী চিত্রপটে লেখক সাজিয়েছেন তার বইটি। বইটির প্রচ্ছদ করেছেন কারু ধারা। এবং গোয়েন্দা কাহিনীটির প্রচ্ছদ করেছেন সুমন বিশ্বাস।
এবারে একুশে বইমেলায় ভোরের পাখি কাব্যগ্রন্থটির দাম নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা এবং বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির প্রাঙ্গণ ৩০ ও ৩১ নম্বর স্টলে। অন্যদিকে গোয়েন্দা কাহিনী নির্ভর কোকেন কাণ্ডে কিংস কাইট বইটির দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা এবং বইটি বাংলা একাডেমী প্রাঙ্গণ ৩০৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
লেখক শিশু মনের চাওয়া পাওয়া আনন্দকে ফুটিয়ে তুলেছেন বইয়ের পাতায় পাতায়। সম্পূর্ণ রঙিন এই বই দুটি প্রকাশ করেছে কাব্যগ্রন্থ ও নব সাহিত্য প্রকাশনি।
প্রসঙ্গত, এক দশক ধরে লেখালেখিতে যুক্ত আছেন জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার জাহাঙ্গীর আলম বিশ্বাস। এরই ধারাবাহিকতায় ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন দৈনিক পত্রিকায় লিখেছেন শিশুতোষ গল্পকাহিনী ও বিভিন্ন কাব্যগ্রন্থ। এরপর কিছু দিন বিরতি নিয়ে মনোনিবেশ করেন মৌলিক লেখালেখিতে। ২০১৬ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম শিশুতোষ কাব্যগ্রন্থ বুনো ঝোপে বৃষ্টি এলো ‘ বইটি পাঠকমহলে বেশ সাড়া ফেলায় আরো উৎসাহিত হন তিনি। তারই ফলশ্রুতিতে ২০২২ সালের বইমেলায় তিনি দুটি বই প্রকাশিত করেন,বাংলার মধুমাস ও ইতিহাসের খোঁজে তিন গোয়েন্দা পাঠকমলে বেশ সাড়া জাগিয়েছিল।
এ বিষয়ে লেখক ডা: জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, ‘আমি চেষ্টা করি সব সময় আমার লেখনীতে শিক্ষামূলক বিষয়বস্তু তুলে ধরা যাতে সকল শ্রেণীর পাঠক বইটির মাধ্যমে কিছু জ্ঞান অর্জন করতে পারে। এছাড়াও কমলমতি শিশুদের পড়াশোনা ও সৃজনশীল কাজে উৎসাহিত করার জন্য আমার লেখা প্রতিটি কবিতা তাদের মনে একটি সাড়া ফেলবে বলে আশা করি।’
Leave a Reply