ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল একদিনের জামিন পেয়ে অংশ নিয়েছেন বাবার জানাজায়।
সোমবার (১৩ই ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধলিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তার বাবার জানাজায় অংশ নেন রকিবুল। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রকিবুল হাসান খানের বাবা মারা যাওয়ায় একদিনের জামিনে বিকেল ৪টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় আদালতে হাজির হওয়ার নির্দেশনা রয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার রাতে উপজেলার রাজ্যই ইউনিয়নের ভালুকা-পারুলদিয়া সড়কের পনাশাইল বাজারে সড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর চালান বিএনপির নেতাকর্মীরা। পুলিশ গিয়ে তাদের ফেরানোর চেষ্টা করলে উল্টো হামলা চালান তারা। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল ও মল্লিকবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য আজহার আলীকে আটক করে। তাদেরকে আদালতে সোপার্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।
আটক করার পরদিন, রোববার সন্ধ্যায় রকিবুল হাসানের বাবা আব্দুল আওয়াল খান ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
Leave a Reply