একটি ছেলে হারিয়ে গেছে….
গত বুধবার (২৬জুন) হাজ্জাতুল ইসলাম উদয়(১২) নামের একটি ছেলে হারিয়ে গেছে।
ছেলেটি ওইদিন বাড়ির পাশের জান্নাতুল মাওয়া জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে আর বাড়ি ফিরে আসেনি। ছেলেটির গায়ের রং উজ্জ্বল শ্যামলা (ফর্সা),
পরনে সাদা পায়জামা গায়ে কালো জার্সি । জার্সির কাঁধে কাছে সাদা ডোরাকাটা আছে ।
পিতা: আবজাল মালিথা,
মাতা: হোসনেয়ারা পারভিন(পল্লোবি),
বর্তমান ঠিকানা:
গ্রাম: ফরিদপুর ,
২ নং ওয়ার্ড , মুলাডুলি ইউনিয়ন,
ঈশ্বরদী ,পাবনা।
স্থায়ী ঠিকানা: বিশ্বাস পাড়া, কোলেরকান্দি, সলিমপুর ইউনিয়ন, ঈশ্বরদী, পাবনা।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন। তাহলে মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।
যোগাযোগ:
আফজাল মালিথা
০১৭৯৪৯৩২৫৪৩।
হোসনেআরা পারভিন
০১৭২৫০৯৬৩১২।
আশাদুল ইসলাম (আসাদ)
০১৭৯৮৪৫২৬৪৯,।
Leave a Reply