শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বৈঠক মধুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ার সবুজ গুমের ঘটনায় ৯ বছর পর মামলা। ডোমারে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান আলী আহসান জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ রাজশাহী রেঞ্জ নতুন ডিআইজি যোগদান শেখ হাসিনার ট্রেনে গুলি: কারামুক্ত হলেন ঈশ্বরদী বিএনপি’র নেতা-কর্মী বদলগাছীতে আউশ ধান কাটা শুরু- বাম্পার ফলনের সম্ভাবনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কমিটি গঠন
উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা

বরিশালের উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা চালাচ্ছে প্রতিপক্ষরা। উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে ১১ মার্চ শনিবার সকালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের পায়তারা চালায় প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী সূত্রে জানা যায়, মুন্ডপাশা গ্রামে জে,এল ৮৫, ১২৬/১২৭ খতিয়ানের ১০৯৪/৬ নং দাগে মোট ১০ শতাংশ জমি ক্রয় করেন মোহাম্মদ জহির উদ্দিন তারেক। যার দলিল নম্বর ৩৩৪৯/১০ উক্ত জমি দীর্ঘদিন যাবৎ জহির উদ্দিন তারেক ভোগ দখল করে আসছে। গত ২০ জানুয়ারী সকাল ৬ টায় স্থানীয় আক্কেল চাপরশির ছেলে মোঃ জাকির হোসেন চাপরাশি, জাকির হোসেনের ছেলে মোঃ সজিব চাপরাশি সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী মিলে পরিকল্পিত ভাবে সাইনবোর্ড ভেঙে ফেলে এবং জমিতে বালু ভরাটের চেষ্টা করে। সংবাদ পেয়ে প্রকৃত জমির মালিক জহির উদ্দিন তারেক এর নিকট আত্মীয় মুন্ডপাশা গ্রামের নাজমুল হক মুন্না ঘটনাস্থলে গিয়ে জমি দখলে বাধা প্রদান করেন এবং উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিযে উজিরপুর মডেল থানায় একাধিকবার শালিস বৈঠক হয়। উল্লেখ্য ঘটনা মীমাংসা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। কিন্তু ২ মার্চ বরিশাল আদালতে ১৪৪ /১৪৫ ধারা মতে উল্লেখ্য জাকির চাপরাশির স্ত্রী ফেরদৌসী বেগম একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ৫৯/২০২৩। ৬ মার্চ উজিরপুর মডেল থানার এ.এস.আই মোহাম্মদ নজরুল ইসলাম উভয় পক্ষকে আদালতের নিষেধাজ্ঞা নোটিশ জারি করেন। ১১ মার্চ সকালে ফেরদৌসি বেগম ও তার স্বামী জাকির হোসেন, ছেলে সজীব সহ ৪/৫ জন অজ্ঞাত সন্ত্রাসী নিয়ে আদালতে নিষেধাজ্ঞাকৃত জমিতে পুনরায় পাকা ভবন নির্মাণের জন্য ইট-সিমেন্ট-বালু জড় করে জমি দখলের পায়তারা চালায়। অভিযুক্তদের পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার ওসি(তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে প্রতিপক্ষ ফেরদৌসি বেগম আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করে তারাই তা উপেক্ষা করে জমি দখলের পায়তারা চালায়। তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভূক্তভোগী পরিবার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions