ঈশ্বরদী বাজারে পৌর প্রশাসকের পরিদর্শন: ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও জনদূর্ভোগ সমাধানের প্রতিশ্রুতি
আজ সকালে ঈশ্বরদী বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবীর কুমার দাস। সকাল ১১:৩০ টায় ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে পৌর প্রশাসনের সম্মানিত সদস্যবৃন্দ, পৌর নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে বাজারের ড্রেনের উপরে এবং রাস্তার পাশে অবৈধ স্থাপনার কারণে চলাচলের সমস্যার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হয়। পৌর প্রশাসক সুবীর কুমার দাস বাজার পরিদর্শন শেষে ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, জনগণের দুর্ভোগ লাঘবের জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি অবৈধ স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন এবং পৌরসভার সংশ্লিষ্ট বিভাগকে দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান করতে বলেন। পৌর প্রশাসক আরও প্রতিশ্রুতি দেন যে, পৌরসভার উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply