ঈশ্বরদী পৌর এলাকায় অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড উচ্ছেদ অভিযান শুরু
স্টাফ রিপোর্টার: ঈশ্বরদী পৌরসভা কর্তৃপক্ষ পৌর এলাকার সৌন্দর্য রক্ষা এবং নাগরিকদের চলাচল সহজ করতে দীর্ঘদিনের অবৈধ স্থাপনা, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন এবং সাইনবোর্ড উচ্ছেদ অভিযান শুরু করেছে। এই উদ্যোগটি বর্তমান পৌর প্রশাসক ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশের নেতৃত্বে নেওয়া হয়েছে। পৌর এলাকায় বেআইনি স্থাপনা অপসারণের লক্ষ্যেই মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়।
আজ বুধবার (১৬ অক্টোবর), স্টেশন রোড বাজার এলাকা থেকে শুরু হয় এই অভিযানের প্রথম ধাপ। অভিযানে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধভাবে স্থাপিত বানিজ্যিক প্রতিষ্ঠানের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ডগুলো উচ্ছেদ করা হয়। পৌর প্রশাসক সুবীর কুমার দাশ জানিয়েছেন, অবৈধ স্থাপনার বিরুদ্ধে এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। তিনি আরও বলেন, “পৌরসভা এলাকার রাস্তার পাশে কোনো অবৈধ স্থাপনা থাকতে দেয়া হবে না। শহরের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। যারা আইন মেনে পৌরসভার অনুমোদন নিয়ে বিলবোর্ড বা বিজ্ঞাপন প্রচার করবে, কেবল তাদেরই অনুমোদন দেওয়া হবে।”
অভিযানের সময় ঈশ্বরদী পৌর নির্বাহী অফিসার জহুরুল ইসলাম বলেন, “বর্তমানে পৌর বাস টার্মিনালের একটি মাত্র বিলবোর্ড বৈধভাবে ব্যবহার হচ্ছে, যা থেকে প্রতি অর্থ বছরে ১ লক্ষ টাকা পৌরসভাকে প্রদান করা হয়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে অনেক ব্যবসায়ী অবৈধভাবে বিলবোর্ড ও অন্যান্য বিজ্ঞাপনী সামগ্রী ব্যবহার করে যাচ্ছে।” তিনি আরও জানান, পৌরসভার আইন মেনে এসব স্থাপনা পরিচালনার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সুবীর কুমার দাশ, পৌর নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, এবং অন্যান্য পৌর কর্মকর্তা ও কর্মচারীরা। পৌর কর্তৃপক্ষ আশা করছে, এই ধারাবাহিক উদ্যোগের ফলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং নাগরিকদের চলাচলের সুবিধা হবে।
নবনিযুক্ত প্রশাসক সুবীর কুমার দাশের অধীনে পৌরসভা প্রশাসন আগামীতেও শহরের অন্যান্য স্থানে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। এই উদ্যোগটি শহরের নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং শহরের পরিবেশগত উন্নয়ন সাধনের অংশ হিসেবে শুরু করা হয়েছে। এছাড়া আইন মেনে যারা বিজ্ঞাপনী কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী, তাদের সহযোগিতা করতে পৌরসভা কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।
এভাবে ধারাবাহিক উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার মাধ্যমে ঈশ্বরদী শহরকে আরও সুন্দর, পরিচ্ছন্ন এবং ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলে পৌর প্রশাশনের আশা।
Leave a Reply