মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

ঈশ্বরদীতে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঈশ্বরদীতে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঈশ্বরদীতে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার।। পাবনার ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ঈশ্বরদী বাজারের প্রধান ফটকের সামনে থেকে একটি স্কুটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, পাবনা সদর থানার কাশিপুর এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে মো. মুন্না (৩২) এবং সুজানগর থানার সুজানগর খাড়পাড়া এলাকার মো. আইয়ুব আলীর ছেলে মো. আনোয়ার হোসেন শামীম (২৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা খ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। টিমটি ঈশ্বরদী রেল বাজারের রিক্সা সমিতি মার্কেটের সামনে স্কুটি গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে। অভিযানে ব্যবহৃত স্কুটি মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা প্রক্রিয়াধীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions