ঈশ্বরদীতে ৬ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী থানাধীন দিয়ার সাহাপুর নতুনহাট মোড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা এবং ১০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা কার্যালয় (খ সার্কেল) এর পরিদর্শক জনাব আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে গঠিত রেডিং পার্টি এ অভিযান পরিচালনা করে।
গত ১ নভেম্বর ২০২৪, সন্ধ্যা ৭টার দিকে আলহাজ্ব মোড় হতে রূপপুরগামী একটি TVS মোটরসাইকেল চেকপোস্টে আটক করা হয়। মোটরসাইকেলের সিটের উপর বসা অবস্থায় থাকা আসামিকে আটক করার পর তার দেহ এবং সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় নাম্বারবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
আটককৃত আসামির নাম মো: সোহরাব হোসেন ওরফে রস্তম (৪২)। তার বাড়ি ঈশ্বরদী উপজেলার কাচারীপাড়া (রেল কলোনী) এলাকায়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply