ফিরোজ মাহমুদ: পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ রফিকুল ইসলাম বাবু (৩৩) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ঈশ্বরদীর মুলাডুলি গ্রাম হতে তাকে আটক করা হয়। আটককৃত রফিকুল ইসলাম বাবু মুলাডুলি গ্রামের মৃত আবু জাফর সিদ্দিকের ছেলে।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি এমরান মাহমুদের নেতৃত্বে ডিবির এসআই মনারুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঈশ্বরদীর মুলাডুলি গ্রামে অভিযান চালিয়ে তিন কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ রফিকুল ইসলাম বাবুকে আটক করেন। আটককৃত আসামিকে ঈশ্বরদী থানায় হস্তান্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
Leave a Reply