ঈশ্বরদীতে শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ মেগা সান বাংলাদেশ তুরস্ক ভিত্তিক মেডিকেল ইকুইপমেন্ট মেনুফ্যাকচার একটি প্রতিষ্ঠান। শীতে কাতর ঈশ্বরদীর এমন শীতার্ত মানুষদের মাঝে আজ সোমবার শহরের পাবনা রোডে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস।
দৈনিক উত্তর জনতার সম্পাদক শহিদুল হাসান ববি সরদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,সংস্কৃতি ব্যক্তিত্ব আশিকুর রহমান লুলু, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, ঈশ্বরদী উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন,
পায়েল হোসেন রিন্টু সাধারণ সম্পাদক ঈশ্বরদী মডেল প্রেস ক্লাব, নাজমুল হাসান রকি সাংগঠনিক সম্পাদক ,
সাংবাদিক মোফাজ্জল হোসেন লিখন, ডাক্তার আনারুল ইসলাম, শিহাব হোসেন, সুলতান মাহমুদ বাবু, ও শাহিনুজ্জামান।
প্রধান অতিথি বলেন, ঈশ্বরদীর দু চারজন বড় ব্যবসায়ি ইচ্ছে করলে দুই এক হাজার শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে তাদের শীত নিবারণ করতে পারেন। ঈশ্বরদী ব্যবসায়ীদের শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো প্রয়োজন। ব্যবসায়ীরা শীতার্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে শীত থেকে তারা নিবারণ পাবে। আজকে মেগা সান বাংলাদেশ তুরস্ক ভিত্তিক মেডিকেল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার প্রতিষ্ঠান শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়ে আছেন। আগামীতে এই প্রতিষ্ঠান যেন ঈশ্বরদীর অনেক বেশি শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে পারেন এই প্রত্যাশা করছি।
Leave a Reply