ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত — সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাত্রনেতা কনক মন্ডল
স্টাফ রিপোর্টার।। বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে সাঁড়া ইউনিয়ন বিএনপি।
আজ বুধবার সাঁড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দিনব্যাপী আয়োজনে পবিত্র কোরআন খতম, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাক্কে মন্ডল। সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক সভাপতি রেজাউর রহমান আজাদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাঁড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ঈদ্রিস আলী টান্টু।
উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল জলিল এজেড, সহ-সাধারণ সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান,
২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ৫ নং ওয়ার্ড সভাপতি মুনসুর খাঁন ও সাধারণ সম্পাদক রাইহান হোসেন (কলা মন্ত্রী),
৮ নং ওয়ার্ড সভাপতি আকরাম হোসেন, ৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আতাবুর রহমান প্রামাণিক, বিএনপি নেতা ফিরোজ বিশ্বাস,
যুবদল নেতা ইকবাল হোসেন, সারিন থান্দার, আজরুল, তুহিন মোল্লা, সোহান মৃধা, ছাত্রদল নেতা প্রিন্স মাহমুদ, তৌহিদুজ্জামান, সাব্বির, জিসান, জয় সিয়াম প্রমুখ।
কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি নিয়ে নেতৃত্বে ছিলেন ছাত্রনেতা কনক মন্ডল
অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে ও সফলভাবে সম্পন্ন করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি ও ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক কনক মন্ডল।
ছাত্র ও যুব রাজনীতির প্রাণপুরুষ কনক মন্ডল শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, তদারকি ও ব্যবস্থাপনায় নিবেদিতভাবে কাজ করেন।
স্থানীয় তরুণ নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও দলীয় আদর্শকে আরও দৃঢ়ভাবে ছড়িয়ে দিতে কনক মন্ডলের এই নেতৃত্ব স্থানীয় ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে আগত নেতাকর্মীদের মধ্যে তাঁর কর্মতৎপরতা ও সংগঠকসুলভ আচরণ ইতিবাচক প্রভাব ফেলেছে।
সাঁড়া ইউনিয়ন বিএনপি সহ সংশ্লিষ্ট সকল নেতাকর্মীরা কনক মন্ডলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যত রাজনীতিতে তার আরও অগ্রগতি কামনা করেন।
Leave a Reply