ঈশ্বরদীতে র্যাংস ইলেকট্রনিক্সের নতুন শোরুমের জমকালো উদ্বোধন
ঈশ্বরদী প্রতিনিধি : আজ বিকালে ঈশ্বরদীতে ইলেকট্রনিক্স পণ্যের বিশ্বস্ত ও জনপ্রিয় ব্র্যান্ড র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেড ঈশ্বরদীতে তাদের নতুন শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। স্থানীয় জনসাধারণ ও অতিথিদের উপস্থিতিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এ উদ্বোধনী অনুষ্ঠান।
শোরুমটি উদ্বোধন করেন র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেডের চিফ ফাইনান্সিয়াল অফিসার মোস্তফা ওয়াকি চৌধুরী, এফসিএ এবং বিক্রয় প্রধান কাজী রফিকুল ইসলাম। তাদের সঙ্গে ছিলেন আরআরপি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স-এর শীর্ষ নির্বাহীগণ, যাঁদের মধ্যে ছিলেন চেয়ারম্যান মোঃ মনিরুল আলম, ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনসুর আলম, পরিচালক (মার্কেটিং) আজমল হোসেন, পরিচালক (অপারেশন) মোঃ রফিকুল আলম এবং পরিচালক (প্রোডাকশন) মোঃ মামুনুর রশীদ (রেইন)। তাঁরা যৌথভাবে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “র্যাংস ইলেকট্রনিক্স গত চার দশক ধরে বাংলাদেশের মানুষের কাছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডসমূহের নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে কাজ করে যাচ্ছে। গ্রাহকসেবার মান, পণ্যের গুণগত মান এবং বিক্রয়োত্তর সেবার জন্য র্যাংস একটি বিশ্বস্ত নাম হয়ে উঠেছে।”
স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ শোরুম উদ্বোধনে অংশগ্রহণ করে আনন্দ প্রকাশ করেন। তাঁরা জানান, ঈশ্বরদীতে এ ধরনের আধুনিক ও বৈচিত্র্যময় ইলেকট্রনিক্স পণ্যের শোরুম চালু হওয়ায় এখন থেকে মানসম্মত পণ্য খুব সহজেই পাওয়া যাবে।
র্যাংস ইলেকট্রনিক্সের এই নতুন শোরুমে ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন আধুনিক গৃহস্থালি ইলেকট্রনিক্স পণ্য সুলভ মূল্যে পাওয়া যাবে বলে জানা গেছে।
Leave a Reply