জাপান প্রবাসীদের আর্থিক সহায়তায় ঈশ্বরদীতে ২০০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস ও নগদ অর্থ বিতরণ।
প্রবাসে থেকেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন কিছু হৃদয়বান জাপান প্রবাসী প্রফেসর জাকির হোসেন
ঈশ্বরদী প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক অনন্য মানবিক কার্যক্রম বাস্তবায়ন করেছেন জাপানে অবস্থানরত কিছু মানবিক ও সমাজ সচেতন প্রবাসী বাংলাদেশী ।
তাদের আর্থিক সহায়তায় প্রায় ২০০ জন অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে কোরবানির মাংস ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
ঈদের আনন্দ থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষদের বঞ্চিত না রাখতেই ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় দুইটি গরু কোরবানি দিয়ে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। আর্থিক অনুদানের পাশাপাশি প্রত্যেক উপকারভোগীর হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ, যাতে তারা এই উৎসবমুখর দিনে কিছুটা হলেও সুখ ও সাচ্ছন্দ্য অনুভব করতে পারেন।
এই মহতী উদ্যোগের আর্থিক সহায়তাকারী ছিলেন জাপানে অবস্থানরত কিছু মহৎপ্রাণ যাঁরা দেশ থেকে দূরে থাকলেও নিজের মাটি ও মানুষের কথা ভুলে যাননি।
তাদের মধ্যে রয়েছেন: মিজান,আমিনুল আলম,মাহেরা জাবিন,রাফাত,জুয়েল শফী,জুয়েল,ঝটন শেখ জামান,কচি ,সোহেল,আলম মাহি,সুমন জায়েদি, সদরুল,তাদের সম্মিলিত সহায়তায় এই পুরো কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। স্থানীয় এলাকাগুলোতে কোরবানির মাংস ও নগদ অর্থ পৌঁছে দিতে সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন স্বেচ্ছাসেবক হিসেবে যাদের নিরলস প্রচেষ্টা ও মানবিক স্পৃহায় এই মহৎ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। তারা হলেন আফজাল হোসেন রতন, ফজলু মাস্টার,অলিভ,অর্ক,কুতুব উদ্দিন,উজ্জল
একজন উপকারভোগী বলেন,
“দেশের বাইরে থেকেও যারা আমাদের কথা ভাবেন, আমাদের পাশে দাঁড়ান—তারা সত্যিই আলোকিত মানুষ। তাদের ভালোবাসা, দয়া ও সাহায্য আমাদের জীবনে আশার আলো নিয়ে আসে।” স্থানীয়রা জানান, ঈশ্বরদীতে প্রবাসীদের এমন উদ্যোগ সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। প্রবাসে থেকেও দেশের প্রতি এই দায়বদ্ধতা ও ভালোবাসা আজকের সমাজে বিরল। এই রকম মানবিক উদ্যোগ শুধু একটি ধর্মীয় উৎসবের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং এটি সামাজিক দায়িত্ব ও ভালোবাসার গভীর বহিঃপ্রকাশ। জাপান প্রবাসীদের এই সম্মিলিত উদ্যোগ হোক সারা দেশের জন্য প্রেরণার উৎস।
এই মহতী উদ্যোগের সমন্বয় করেন জাপানে বসবাসরত আমাদের ঈশ্বরদীর কৃতী সন্তান প্রফেসর জাকির হোসেন ।
Leave a Reply