রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বালুদস্যুর ৪জন আটক।

ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বালুদস্যুর ৪জন আটক।

ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বালুদস্যুর ৪জন আটক।

এম আর রাসেল হোসাইন, ঈশ্বরদী (পাবনা)
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কালে বালুসহ দুটি ভ্রাম্যমান ড্রেজার ও ৪ জনকে আটক করেছেন লক্ষীকন্ডা নৌ পুলিশ ফাঁড়ি।

বৃহস্পতিবার ( ১৭ ফেব্রুয়ারি ) দুপুর ৩টার দিকে কুষ্টিয়ার মিরপুর রানাখরিয়া পদ্মা নদীর চর থেকে বালু উত্তোলনের দুটি ড্রেজার সহ চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ১। মৃত আমজাদ হোসেনের ছেলে সাইদার মন্ডল (৬২), ২। মোঃ রনি আলী (২১) পিতা- এসকেন আলী, উভয়সাং- রানাখড়িয়া, ইউপি- তালবাড়িয়া, থানা- মিরপুর, জেলা- কুষ্টিয়া, ৩। মোঃ আল আমিন হোসেন (৩৩), পিতা- মোঃ সাইদুর রহমান, সাং- বৃদ্ধমরিচ ৪। মোঃ জুবায়ের হোসেন (১৯), পিতা- মোঃ আঃ জব্বার, সাং- চানপুর, উভয় ইউপি খান মরিচ, থানা- ভাঙ্গুরা জেলা পাবনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদুল হক। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পরে অভিযান চালিয়ে বালুসহ দুটি ড্রেজার জব্দ করি এবং চার জনকে আটক করতে সক্ষম হই। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে যাতে করে আর কোন ব্যক্তি অবৈধভাবে তালু উত্তোলন করতে না পারে। নিয়ম-নীতি তোয়াক্কা না করে যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করে তাহলে নৌ পুলিশ এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions