ঈশ্বরদীতে নতুন মুক্ত মঞ্চ স্থাপন ও বাস টার্মিনাল সংস্কারে পৌর প্রশাসকের পরিদর্শন
স্টাফ রিপোর্টার ঈশ্বরদী পৌর মুক্ত মঞ্চের জায়গা নির্ধারণ ও কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কারের লক্ষ্যে ঈশ্বরদী কেন্দ্রীয় (খায়রুজ্জামান বাবু) বাস টার্মিনাল পরিদর্শন করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবির কুমার দাস।
রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় বাস টার্মিনালের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পৌর কর্তৃপক্ষ। সে সময় উপস্থিত বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা এর বিরোধিতা করে প্রতিক্রিয়া ব্যক্ত করে। পরে পৌর কর্তৃপক্ষ বিষয়টি তাদের সঠিক বুঝ দিলে সাধুবাদ জানান পৌর প্রশাসনকে।
এসময় উপস্থিত ছিলেন
পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম,ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান ঈশ্বরদী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন এশিয়ান টিভি স্টাফ রিপোর্টার ঈশ্বরদী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাবের ঈশ্বরদী উপজেলা শাখা সভাপতি ৭১ টেলিভিশনে ঈশ্বরদী প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজ,
বিভিন্ন মিডিয়া প্রতিনিধিসহ বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
পৌর প্রশাসক সুবির কুমার দাস সাংবাদিকদের জানান, যেহেতু মাহবুব খান মুক্তমঞ্চ উচ্ছেদ করার পর থেকে খোলা মেলা অনুষ্ঠানাদি করা বাধা গ্রস্ত হচ্ছে। এবিষয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবির পরিপেক্ষিতে পৌরসভার সিদ্ধান্তে কেন্দ্রীয় বাস টার্মিনালে ‘পৌর মুক্ত মঞ্চ’ করা হবে। এছাড়া টার্মিনালের আধুনিকায়ন, টার্মিনাল ভবনের সংস্কার সিদ্ধান্ত করা হয়েছে।
এসময় সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন পৌর প্রশাসক সুবির কুমার দাস।
Leave a Reply