স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঈশ্বরদী উপজেলা কমিটির উদ্দ্যোগে ২ অক্টোবর সকালে কমরেড জসিম উদ্দিন মন্ডলের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈশ^রদী কেন্দ্রীয় গোরস্থানে সিপিবি পাবনা জেলা কমিটি, সিপিবি ঈশ^রদী উপজেলা কমিটি পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধ্যা নিবেদন করেন।
বিকালে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঈশ^রদী উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলমের সভাপতিত্বে এবং ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ডাঃ অলোক মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ।
বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় কমিটির সমন্বয়ক কমরেড ইসমাইল হোসেন, সিপিবি পাবনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রাজ্জাক, পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সালফী আল ফাত্তাহ, সিপিবি পাবনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কৃষক নেতা সাংবাদিক কমরেড আহসান হাবিব, ঈশ্বরদী উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড জুয়েল হোসেন সোহাগ, ঈশ্বরদী পৌর শাখার সাধারণ সম্পাদক কমরেড জাহিদুল ইসলাম রিপন, বাসদ’র পাবনা জেলার সংগঠক কমরেড ওসমান গণি মুন, বাংলাদেশ কৃষক সমিতি পাবনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাত আলী মন্ডল, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন ঈশ্বরদী শাখার সম্পাদক সুবর্ণা সরকার প্রমুখ।
কমরেড মিহির ঘোষ বলেন, কমরেড জসিম উদ্দিন মন্ডল সারা জীবন সাধারন মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম ১৯৫০ সালে খাপড়া ওয়ার্ড সহ ১৭ বছর মুক্তি সংগ্রাম করতে গিয়ে জেল খেটেছেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সংগঠকের দায়িত্ব পালন করেছেন। ১৯৯০ সালে গণঅভ্যুত্থানে বিশেষ অবদান রেখেছেন। ১৯৯০ সালে সিপিবি ভেঙ্গে গেলে কমরেড জসিম উদ্দিন মন্ডল সারাদেশ ঘুরে পার্টি রক্ষার জন্য বিশেষ ভূমিকা পালন করেন। রেলওয়ে চাকুরী জীবনে খুদের আন্দোলন করতে গিয়ে তিনি চাকুরীচ্যুত হন। ব্যক্তি জীবনে তিনি ১ ছেলে ৫ কণ্যা রেখে ২০১৭ মৃত্যুবরণ করেন। তার অনুলেখন জীবনের রেলগাড়ি নামে একটি বই প্রকাশিত হয়েছে। অনুলেখক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। কমরেড জসিম উদ্দিন মন্ডলে নিজ হাতে গড়া পশ্চিমটেংরী প্রাথমিক বিদ্যালয়ের নাম তার নাম অনুসারে নামকরন “কমরেড জসিম উদ্দিন মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় ” করার জন্য সরকারের কাছে উদত্ত আহবান জানান।
Leave a Reply