ঈশ্বরদীতে ঔষধের দাম ৫% কমানোর ঘোষণা, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার ।। সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা আরও সাশ্রয়ী করার লক্ষ্যে শনিবার( ২৬ অক্টোবর) সন্ধ্যায় ঈশ্বরদীতে সকল ঔষধের দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে ৫% কম মূল্যে ওষুধ বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ঔষধ ব্যবসায়ীরা। এ উপলক্ষে ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ ফার্মেসী এন্ড ড্রাগিষ্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতাদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদীর সম্পাদক সুমার খাঁন। তিনি বলেন, “বাজারের ঊর্ধ্বমুখী দামের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কষ্টকর হয়ে উঠছে। এ পরিস্থিতিতে ঔষধের দাম কমানোর সিদ্ধান্তটি অত্যন্ত ইতিবাচক।”
ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ন-আহবায়ক ববি সরদারের সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ন-আহবায়ক ও হ্যালো ঈশ্বরদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, যুগ্ন-আহবায়ক ও দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম রিংকু, যুগ্ন-আহবায়ক ও বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী শাখার সভাপতি হাজিজুর রহমান হাফিজ,
ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের
সদস্য সচিব ও অনলাইন ক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সাপ্তাহিক ঈশ্বরদীর বার্তার বার্তা সম্পাদক ওহিদুল সোহেল, দৈনিক একুশে বাণীর বিভাগীয় প্রতিনিধি সুলতান আহমেদ বাবু, ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর নির্বাহী সদস্য আসাদুজ্জামান শিহাব, শাহীন আলম প্রমূখ।
ঔষধ ব্যবসায়ীদের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দুলাল বিশ্বাস, সহ-সভাপতি রবিউল আওয়াল সজিব, সাধারণ সম্পাদক সুব্রত কুমার বিশ্বাস, এবং সদস্য ইয়ারুল ইসলাম মিলন ও সুজন। বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের আহ্বানে সাড়া দিয়ে বাজার পরিস্থিতি বিবেচনায় এই মূল্যছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঔষধ ব্যবসায়ীদের এই উদ্যোগ সাধারণ মানুষের চিকিৎসা খরচ কিছুটা হলেও কমাতে সাহায্য করবে বলে আশা করছেন সকলেই।
Leave a Reply