রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন

শিরোনাম:
পাহাড়ের চলমান পরিস্থিতিতে সাজেক ঘুরতে গিয়ে আটকা পড়েছে প্রায় ১৫শ পর্যটক ঈশ্বরদীতে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত ১৩১ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র প্রদান ঈশ্বরদীতে কাউন্সিলর ইউসুফ প্রধান গ্রেফতার ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা
ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ঈদের ছুটির (ঈদুল আজহা) আগেই পোশাক শ্রমিকদের জুন মাসের ১৫ দিনের বেতন ও ঈদ বোনাস দেয়ার জন্য মালিকপক্ষকে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১৮ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালযয়ের সভাকক্ষে ঈদুল আজহা-২০২৩ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভাশেষে একথা জানান তিনি। ঈদে ঘরমুখো মানুষদের যাত্রা নিরাপদ করতে লঞ্চে ধারণক্ষমতার বেশি যাত্রী উঠতে না দিতে ব্যবস্থা নেয়ার জন্য লঞ্চ মালিকদের প্রতিও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, ঈদের ছুটিতে সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্যক্রম প্রতিরোধে গোয়েন্দা বাহিনীর নজরদারি বাড়ানো হবে। দৃশ্যমান টহলে থাকবে র‌্যাব। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে হাইওয়ে পুলিশ ও ব্যাটালিয়ন আনসার থাকবে। যেসব সড়ক যানজটপ্রবণ, সেখানে ওয়াচ টাওয়ার থাকবে। সারা দেশে ২৪টি স্থান যানজট ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী ‘এসব স্থানে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। নিরাপদ ঈদযাত্রার জন্য হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে কাজ করবে। ফায়ার সার্ভিসসহ অগ্নিনির্বাপণ ব্যবস্থাও প্রস্তুত থাকবে।’ এদিকে ঈদে কুরবানির পশুর হাট নিয়ে মন্ত্রী বলেন, ‘গুরুত্বপূর্ণ রাস্তার মোড় ও কোরবানির পশুর হাটে আমরা ওয়াচ টাওয়ার স্থাপন করব। সিসি ক্যামেরার আওতায় থাকবে পশুর হাট। এ বছর সারা দেশে কমবেশি ৪ হাজার ৩৯৯টি পশুর হাট বসবে বলে আমাদের কাছে খবর এসেছে। এসব হাটে নিরাপত্তা দেয়ার জন্য ব্যবস্থা নেয়া হবে। সড়ক-মহাসড়কে যাতে কোনো হাট না বসে, আমরা সে ব্যবস্থাও নেব। পশুর হাটে হাসিলের সাইনবোর্ড যাতে দৃশ্যমান থাকে, সে ধরনের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ ‘হাটগুলোতে পশু চিকিৎসকও থাকবেন। কোনো পশু বহনকারী নৌযান ও ট্রাককে যাতে জোরপূর্বক কোনো হাটে থামতে বাধ্য করা না হয়, তার ব্যবস্থা করা হবে। পশুবাহী যানটি কোন হাটে যাচ্ছে, তা সামনের ব্যানারে লেখা থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী কিংবা অন্য কেউ পশুবাহী যানবাহন সড়ক-মহাসড়ক কিংবা নৌপথে থামালে ব্যবস্থা নেয়া হবে।’ আর সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন থামানো যাবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions