ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হলেন সিয়াম
ইবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন সিয়াম আহমেদ।
শুক্রবার রাতে ১৯৯ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পদে ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক পদে নাসিম আহমেদ জয় দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ৭১ জনকে। যুগ্ম-সাধারণ সম্পাদক ১১ জন এবং সাংগঠনিক সম্পাদক রয়েছেন ১১ জন।
বিভিন্ন সম্পাদকীয় ও উপসম্পাদকীয় পদে মোট ৮২ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও কমিটিতে সহ-সম্পাদক হিসেবে আছেন ১৫ জন ও সদস্য হিসেবে ৭ জনকে মনোনীত করা হয়েছে।
সিয়াম বিশ্ববিদ্যালয়ের সঞ্জীবনী ৩৩ ব্যাচের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নে।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সহ-সভাপতি সিয়াম আহমেদ বলেন, আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার ভিশন-৪১ বাস্তবায়নে কাজ করতে চাই।
Leave a Reply