পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে প্রায় একশটি মামলা রয়েছে। শনিবার (১৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, যেকোনো সময় তিনি কারাবন্দী হতে পারেন এবং এ কারণে তিনি একটি কমিটি গঠন করেছেন যারা তার অনুপস্থিতিতে দলীয় সিদ্ধান্ত নেবে।
২০২২ সালের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তারপর থেকেই দেশটিতে তিনি আন্দোলনের আগুন জ্বালিয়ে দেন। সরকারের বিরুদ্ধে আজাদি লংমার্চসহ নানা কর্মসূচি দেন। এমনই এক কর্মসূচিতে গিয়ে হত্যা চেষ্টার শিকার হন তিনি। পরে অল্পের জন্য বেঁচে যান তিনি। তবে পায়ে গুলিবিদ্ধ হন।
রয়টার্সকে ইমরান খান বলেন, ‘আমার বিরুদ্ধে সবমিলিয়ে ৯৪টি মামলা রয়েছে।’ তবে কবে, কখন, কোথায় এবং কী কী অভিযোগে এসব মামলা দায়ের করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি ইমরান খান।
তবে এসব মামলার কোনো একটিতে তিনি কারান্তরীণ হতে পারেন এমন আশঙ্কা প্রকাশ করেন ইমরান খান। কথা প্রসঙ্গে তিনি কারাবন্দী হলে দল পরিচালানার কী হবে সে বিষয়ে পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ‘যদি আমি বন্দী হই তবে যে কমিটি আমি গঠন করে দিয়েছি তারা প্রয়োজনীয় যেকোনো সিদ্ধান্ত গ্রহণে সক্ষম।’
নিজের জীবন শঙ্কায় রয়েছে উল্লেখ করে ইমরান খান বলেন, ‘আগে যতটা ধারণা করা হয়েছিল বর্তমানে তার চেয়ে আমার জীবনের ঝুঁকি অনেক বেশি।’ তবে ইমরান খান কোনো প্রমাণ দেননি এ বিষয়ে। তবে তিনি বলেছেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ এবং সেনাবাহিনী তাকে যেকোনো মূল্যে আগামী জাতীয় নির্বাচন থেকে দূরে রাখতে চায়।
ইমরান খান বলেন, ‘আমার জীবন এখন আগের চেয়ে আরও বেশি হুমকির মুখে।’ তিনি জানান, তিনি তার গ্রেপ্তার বা তাকে হত্যার যেকোনো প্রচেষ্টার প্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন। ইমরান বলেন, ‘আমি মনে করি, এমন কোনো পরিস্থিতি তৈরি হলে সমগ্র পাকিস্তানজুড়ে একটি শক্তিশালী প্রতিক্রিয়া তৈরি হবে।’
Leave a Reply