ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী হয়ে গেলো। গত সোমবার শুরু হয়েছিলো এ প্রদর্শনী আজ বুধবার প্রদর্শনীর শেষ দিন ছিলো। প্রদর্শনীকে ঘিরে টিএসিসি হয়ে উঠে প্রাণবন্ত।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসিসির করিডরে ইসলামিক ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির (আইইউপিএস) উদ্যোগে তিনদিন ব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, নেপালসহ পাঁচটি দেশের ফটোগ্রাফারদের ছবি স্থান পেয়েছে।
তিনদিন ব্যাপী অনুষ্ঠানটি বিভিন্ন ভাগে ভাগ করে চলে। প্রথমদিন আনুষ্ঠানিক উদ্ভোধন, দ্বিতীয় দিন ভারত ও বাংলাদেশের ফটোগ্রাফাররা একটি প্রশিক্ষন কর্মশালা করান এবং সমাপনী দিনে আলোচনাসভার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে আলোচনাসভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, একই বিভাগের সভাপতি ড. রেবা মন্ডল ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর রহমান।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি এনামুল রায়হান বলেন, ইসলামী বিশ্বিবদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে এটিই প্রথম সর্ববৃহৎ আয়োজন। এখানে আমরা বাংলাদেশ, ভারত, নেপাল সহ পাঁচটি দেশের ছবি রেখেছি। এর মাধ্যমে আমাদের বিশ্বিবদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ অন্যন্য দর্শনার্থীরা বিভিন্ন দেশের সাংস্কৃতি সম্পর্কে জানতে পেরেছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফটোগ্রাফির প্রতি আগ্রহ তৈরি করা।
Leave a Reply