ইবিতে নতুন প্রক্টরের দায়িত্ব গ্রহণ
ইবি প্রতিনিধি ।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টরের দায়িত্ব গ্রহণ করেছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, ছাত্র উপদেষ্টা শেলিনা নাসরীন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান ও সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোর্দার, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন। এছাড়াও অন্যান্য শিক্ষক ও সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।
এ সময় সদ্য বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি দায়িত্বে থাকাকালীন সময়ে আমার প্রক্টরিয়াল বডির সকলেই আমাকে যথেষ্ঠ সহযোগিতা করেছে।
আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘আমাকে এ দায়িত্ব প্রদানের জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য প্রক্টরিয়াল বডি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের মেয়াদ শেষ হওয়ায় ২৯ জানুয়ারি হতে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদকে প্রক্টর হিসেবে দায়িত্ব দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Leave a Reply