ইবিতে চালু হয়েছে জাপানি ভাষা শিক্ষা কোর্স
ইবি প্রতিনিধি: জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ তৈরির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছয় মাস মেয়াদী জাপানী ভাষা শিক্ষা কোর্স চালু হয়েছে।
আজ বুধবার ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছুদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক শাখায় হিসাব নং ৬৯৪৭ অথবা আই আই ই আর অফিসে ৫০০ টাকা জমা দিয়ে আগামী ১৪ জুলাই পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন পত্র সংগ্রহ ও তা যথাযথভাবে পূরণ করে জমা দেওয়া যাবে। প্রোগ্রামের বিস্তারিত তথ্য IIER ওয়েবসাইটে www.iu.ac.bd/iier-এ পাওয়া যাবে।
এ বিষয়ে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, দীর্ঘ একটা প্রক্রিয়ার মাধ্যমে আজকে আমরা ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ব্যাপার। এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাপানি ভাষা শেখার মাধ্যমে জাপানে উচ্চশিক্ষা বা চাকরির জন্য যাওয়ার সুযোগ তৈরি হবে।
Leave a Reply