ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রারের কন্ঠ সদৃশ অডিও ফাঁসের পর ঠিকাদারের অডিও ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। ইবি গরম খবর নামের এক ফেসবুক আইডি থেকে ১ মিনিট ৮ সেকেন্ডের এ অডিও ফাঁস হয়েছে।
এ অডিওর ক্যাপশনে লেখা হয়ছে, শুনুন কন্সালটেন্ট এর ফোনালাপ, তিনি কাউকে টাকা দেন নাই। কিছু মহল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে বাধ সাধার জন্য অপপ্রচারে লিপ্ত। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, আমিন। এ অডিওতে শুধুমাত্র অজ্ঞাত ঔই ঠিকাদারের কন্ঠ শোনে গেছে। অন্যপক্ষের কোনো কণ্ঠ শোনা যায়নি।
অডিওতে ঠিকাদার বলেন, শোনেন আমিত সবাইরেই টাকা সাধছিলাম। সত্য কথা বলতে কি আমিত কুষ্টিয়াতে কাউরে টাকা দেয়নি। আমি সবাই টাকা সাধছিলাম। পিডিরে সাধছিলাম। পিডি বললো না এখানে কিসের টাকা নিয়ে বলবা। আমার এখান আসছে যখন বলবা যখন কাজ তাজ হবে তখন দেখা যাবে এখন কিসের টাকা নিবো কও।
তো আমি উনাকে অনেকবার বললাম টাকার কথা রাজী হইলো না। স্যার আপনি কিছু পায়া থাকেন কিছু লাগেত বলেন আমরা দিচ্ছি। আমরা অমক তমক সাইডের মানুষ আমরা কাউরো টাকা পয়সা দিই না ভাই কয় টাকা লাভ করি।
আমরা একটু মিষ্টি টিষ্টি খাইতে গেলে অনেক সময় রিকুয়েষ্ট করি। স্যার কিছু বলেন একটু মিষ্টি খাওয়ার জন্য আহামরি খুব কিছু দিই তাত না। কয় টাকা লাভ হয় বলেন? এ কাজে যে ইগরোমেন্ট করে লাভ।
আপনারা নিশ্চিত থাকেন আমি কোন টাকা পয়সা দিই নাই কাউরে। আমার পিড়াপিড়িতে উনি বলছিলো ঠিক আছে, এতই যদি শখ আপনার টাকা দেওয়ার উন্নয়ন রুল দিবোনে ওখানে দিয়ে দিয়েন। পরেত অ্যাকাউন্ট নম্বর দেয়নি উনি।
এর আগে গত (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের কন্ঠ সদৃশ একটি অডিও ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। এ অডিওতে মঈন নামের এক ঠিকাদের অর্থ লেনদেনের সংক্রান্ত আলাপন করতে শোনা যায়।
Leave a Reply