ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টি ও ভূমিধ্বসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। এখনও নিখোঁজ অর্ধশতাধিক। স্থানীয় সার্চ অ্যান্ড রেসকিউ বিভাগের প্রধান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।
প্রতিবেদন মতে, সোমবার (৬ই মার্চ) ইন্দোনেশিয়ার রিয়াউ দ্বীপে প্রবল বৃষ্টিপাতের পর ভূমিধসের ঘটনা ঘটে। দেশটির আবহাওয়া বিভাগ জানায়, মৌসুমী বৃষ্টির কারণে সোমবার ভূমিধস দেখা দেয়। এসময় মাটির নিচে চাপা পড়েন অনেকে। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। তবে, আবহাওয়া অনুকূলে না থাকায় ব্যহত হচ্ছে অভিযান।
এখনও অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। ভূমিধসে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। রিয়াউ দ্বীপপুঞ্জের দুর্যোগ প্রশমন এজেন্সির মুখপাত্র জুনাইনাহ বলেছেন, ‘আবহাওয়া বদলে যাচ্ছে। বাতাস এখনো জোরে বইছে। জোয়ারের ঢেউ বেশি হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে।’
স্থানীয় সার্চ অ্যান্ড রেসকিউ বিভাগের প্রধান আবদুল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ৫০ জনের বেশি নিখোঁজ রয়েছে।’
ভূমিধসের বেশ কিছু ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, ভূমিধসের কাদা ও ধ্বংসাবশেষ সেরাসান দ্বীপের একটি পাহাড়ের ধারের কাছে থাকা বাড়িগুলোকে সম্পূর্ণরূপে ঢেকে দিয়েছে। সেরাসান দ্বীপটি বোর্নিও দ্বীপ ও মালয়েশিয়ার মূল ভূখণ্ডের মাঝে অবস্থিত।
রিয়াউ দ্বীপপুঞ্জের দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে সর্বশেষ পরিস্থিতির তথ্য পাওয়া যাচ্ছে না। এতে উদ্ধারকাজ চালানো ক্রমশ কঠিন হয়ে পড়েছে। এছাড়া ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অধিকাংশ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বর্ষাকালে ইন্দোনেশিয়ায় ভূমিধস নতুন কিছু নয়। কিন্তু বন উজাড়ের ফলে এই প্রবণতা আরও বেড়ে গেছে। এবার নিয়মিত মুষলধারে বৃষ্টির কারণে দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে বোর্নিওর বানজার জেলায় বন্যায় ১৭ হাজারের বেশি বাড়ি প্লাবিত হয়েছে।
Leave a Reply