সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে গার্মেন্টস শ্রমিক হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরদী স্কুলপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ঈশ্বরদী উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত।। ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব– প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ঈশ্বরদীতে হেরোইন ও ইয়াবাসহ একজন আটক লালপুরে বিএসএড কলেজের উদ্বোধন ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানচালক যুবকের মৃত্যু ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার “সংবাদ ভূমি” অনলাইন পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট কাল্পনিক সংবাদে “বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ” এর তীব্র প্রতিবাদ রাজশাহীর বাঘায় বেল্লাল মন্ডলের ভয়ংকর অপরাধ সাম্রাজ্য
ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করায় বাবার গলায় ছুরি চালালেন মেয়ে

ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করায় বাবার গলায় ছুরি চালালেন মেয়ে

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগাছায় ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করায় বিয়ের আসরেই বাবার গলায় ছুরি চালিয়েছেন মেয়ে। এ ঘটনায় গুরুতর আহত বাবা ফজল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ই ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তালুকইসাদ দারারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
ফজল হক (৫০) রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন মাস আগে নৌবাহিনীতে কর্মরত এক যুবকের সঙ্গে মেয়ে ফারজানা আক্তারের বিয়ে ঠিক করেন ফজল হক। শুক্রবার পূর্বনির্ধারিত তারিখে বিয়ের আয়োজন করা হয়। বিয়ের দাওয়াতে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা উপস্থিত হন। বরযাত্রীও আসেন সন্ধ্যা ৭টার দিকে। রাত সাড়ে ৯টার দিকে বিয়ে পড়ানোর আনুষ্ঠনিকতা শুরু হয়।

এ সময় কনে বিয়েতে রাজি কি না জানতে তার কক্ষে যান বিয়ের উকিলসহ প্রতিনিধিরা। কিন্তু কনে কোনো মতামত না জানিয়ে বাবার সঙ্গে একান্তে কথা বলতে চান। এ সময় বাবা ফজল হককে রেখে সবাই রুমের বাইরে চলে যান। পরে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করার অভিযোগে বাবা ফজল হকের গলায় ছুরি দিয়ে পোচ দেন মেয়ে ফারজানা।

এ সময় বিয়েতে উপস্থিত লোকজন আহত ফজল হককে দ্রুত উদ্ধার করে বরযাত্রী বহনকারী মাইক্রোবাসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করায় বাবাকে ছুরিকাঘাত করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় কনে, তার দুই ভাই-বোন ও এক মামাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions