ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইংরেজি বিভাগের মিলনমেলা ১০ মার্চ অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ উৎসবে বিভাগটির সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। বিভাগের সাবেক ও বর্তমানসহ ২৫টি ব্যাচে শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় বারের মতো মিলনমেলা উৎসবের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, সহউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারী, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহিনুর রহমানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।
উৎসবের সার্বিক বিষয়ে ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান বলেন, সবার সম্মতি ক্রমেই আমরা প্রোগ্রামটি হোস্টিং করছি। আমরা চাই আমাদের অ্যালামনাইরা এসে আবার একসাথে হোক। পুনর্মিলনীর মাধ্যমে বর্তমানদের সাথে প্রাক্তনদের যোগসূত্র গড়ে উঠবে।
Leave a Reply