জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ে আগের মতো নিয়মিত নন। তবে অভিনয় ছেড়েও দেননি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েকটি নিউজ পোর্টালে এ অভিনেত্রীর শুটিংয়ে ফেরা নিয়ে খবর প্রকাশ হয়েছে।
খবরে বলা হয়, ‘শরতের জবা’ শিরোনামে একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন কুসুম শিকদার। সিনেমাটি পরিচালনা করছেন সুমন ধর। তিন মাস আগে নাকি এ সিনেমার শুটিংও শুরু হয়।
প্রকাশিত এসব সংবাদের তথ্য ভুল এবং সেটা তাকে না জানিয়েই প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। ‘শরতের জবা’ নামে কোনো সিনেমায় কাজ করছেন কি না জানতে চাইলে কুসুম শিকদার বলেন, ‘এখনো এ সিনেমা নিয়ে বলার মতো কিছু নেই। এখন পর্যন্ত কাজ নিয়ে কিছু বলতে পারছি না। ভবিষ্যতের বিষয়টিও বলতে পারছি না। যারা সংবাদ প্রকাশ করেছেন তারা সেটা আমাকে না জানিয়েই করেছেন।’
অভিনয়ের পাশাপাশি গানও করেন এ অভিনেত্রী। কয়েক বছর আগে একটি গানের ভিডিও প্রকাশ করে বেশ সমালোচিত হয়েছিলেন এ অভিনেত্রী। সামনে নতুন কোনো গান করবেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন সত্যিকার অর্থে গান বা শুটিং নিয়ে দেওয়ার মতো কোনো খবর নেই। কাজ শুরু করলে অবশ্যই সবাইকে জানাব।’
Leave a Reply