ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১০ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ই ফেব্রুয়ারি) দুপুরে শহরের মাটিডালি বিমান মোড় এলাকায় টাইম স্কয়ার থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭ জন নারী ও ৩ জন পুরুষ।
পুলিশ জানিয়েছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তাদের আটক করা হয়। বিকেলে গণউপদ্রবের অভিযোগে তাদের আদালতে পাঠানো হবে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, দুপুর দেড়টার দিকে ৯৯৯-এ কল আসে শহরের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজ চালানো হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৭ নারীসহ ১০ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply