দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর তারে ঘুড়ি আটকে যাওয়ার কারণে আজ আবারও বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।
শনিবার (২৫শে ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ।
এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একটি স্টেশনের কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ৯টার কিছু সময় পর লাইনে একটি ঘুড়ি আটকে যায়। এর আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু এই ঘুড়ি ছাড়াতে গেলে পুরো লাইনটি বন্ধ করতে হতো। যার ফলে তখন একটি লাইন দিয়ে ট্রেন চালনা করা হয়।
তিনি আরও বলেন, সকালের দিকেও ট্রেন ভালো চলেছে। কিন্তু দিনের কোনো এক সময় এসে সেটি লাইনে আটকে যায়। যার ফলে হঠাৎ করে এই সমস্যাটি তৈরি হয়েছে। এটা যখন অপসারণ করা হয়েছে, তখন ২০ মিনিটের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল।
নাসির উদ্দিন আহমেদ, আজকেও কিছু সময় ট্রেন বন্ধ ছিল। ওই ঘুড়ির জন্য এই সমস্যা হয়েছে। মানুষের যদি সেন্স না থাকে, আমাদের আর কী করার আছে। আমরা পুলিশের সাহায্য নিয়েছি, মাইকিং করছি। এরপরেও যদি মানুষ সচেতন না হয়, তাহলে আমরা আর কী করতে পারি।
এই ঘুড়ির কারণে গত ১৯ ফেব্রুয়ারিও কিছুক্ষণ সিঙ্গেল লাইনে চালাতে হয় মেট্রোরেল। মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর দুই পাশের ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এ ধরনের যেকোনো সামগ্রী উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
Leave a Reply