সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া ভুলে একাকার দুই দেশের ভাষাপ্রেমীরা। জনসাধারণ থেকে শুরু করে সীমান্তরক্ষী বিজিবি, বিএসএফ, পুলিশ পরস্পর ফুল দিয়ে বিনিময় করছে শুভেচ্ছা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে যশোরের বেনাপোল সীমান্তে এক হলো দুই বাংলা। প্রতিবছরের মতো এবারও দুই বাংলায় নানান আয়োজনে দিবসটি পালিত হয়।
মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ ও ভারতের শতাধিক ভাষাপ্রেমী কাঠ ও বাঁশের তৈরি অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এ সময় দুই দেশের সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যে নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অন্যদিকে ভারতের পক্ষে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক শ্রী বিশ্বজিত দাসের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি। এ সময় শূন্যরেখায় দুই বাংলার মানুষের উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয়।
ভারতের পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক শ্রী বিশ্বজিত দাস বলেন, ভাষার জন্য প্রাণ দিয়েছে, সে ইতিহাস একমাত্র বাঙালির রয়েছে। এদিনে দুই বাংলা ভেদাভেদ ভুলে এক হয়েছে। আর বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, যে আন্দোলনের মধ্যে সালাম, বরকতেরা জীবন দিয়ে মায়ের ভাষাকে রক্ষা করেছেন, সেই ইতিহাস পৃথিবীতে অমর হয়ে থাকবে।
বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া জানান, দুই দেশের বিশিষ্টজনদের নিরাপত্তায় সীমান্তে প্রশাসনিক ব্যবস্থা জোরদার ছিল।
Leave a Reply