আগামী ২০২৫-২৬ দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে গাংনী উপজেলা প্রেসক্লাবের মিটিং অনুষ্ঠিত
গাংনী প্রতিনিধি।। মেহেরপুরের গাংনী উপজেলার ঐতিহ্যবাহী প্রেসক্লাব গাংনী উপজেলা প্রেসক্লাব। ২০০২ সালের ১৪-ই ফেব্রুয়ারী থেকে শুরু করে আজ পর্যন্ত সুনামের সাথে এই প্রেসক্লাবের সদস্যগন তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করে আসছে। এই প্রেসক্লাব প্রতি ২ বছর পরপর গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে তাদের কার্যকর কমিটি নির্বাচিত করে থাকে।
দ্বিবার্ষিক প্রেস ক্লাব নির্বাচন ২০২৫-২৬ কে সামনে রেখে আলোচনা সভা করেন গাংনী উপজেলা প্রেসক্লাবের সদস্য বৃন্দরা। বুধবার (৬-ই নভেম্বর) উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি এমএ লিংকন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জুলফিকার আলি কানন, মাসুদ রানা, সাহাজুল সাজু, রাকিবুল ইসলাম কবি, মিয়াদুল ইসলাম, আসাদুল্লাহ আল গালিব, রহিদুল ইসলাম, এজাজ উদ্দিন ছোটন, রকিবুল ইসলাম রকি প্রমুখ।
এ সভায় আগামী ২০২৫-২৫ দ্বিবার্ষিক নির্বাচনের দিন ধার্য করা হয় এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যাবলীর সম্পন্ন করতে সিদ্ধান্ত গৃহীত হয়।
গৃহীত সিদ্ধান্ত সমুহ, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ আগামী ১৫-১২-২০২৪ ইং রোজ রবিবার। সকাল ০৯:০০ হতে দুপুর ০২:০০ পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলবে। ভোটার তালিকা অনুমোদন ১৫-১১-২৪ শুক্তবার। খসড়া তালিকা প্রণয়ন ১৮-১১-২৪ সোমবার। মনোনয়ন পত্র উত্তোলন ও জমাদান ২৩-১১-২৪ হতে ২৮-১১-২৪ ইং। মনোনয়ন পত্র মাচাই বাছাই ২৯-১১-২৪ ও ৩০-১১-২৪ ইং।মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় ০১-১২-২৪ ইং। প্রতীক বরাদ্দ করা হবে ০৪-১২-২৪ ইং।
মনোনয়ন পত্র ফর্ম-এর মূল্য সভাপতি এবং সাধারন সম্পাদক এর জন্য ২,০০০/-
এবং অন্যান্য পদের জন্য-১০০০/- টাকা ধার্য করা হয়েছে।
Leave a Reply