শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত ১৩১ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র প্রদান ঈশ্বরদীতে কাউন্সিলর ইউসুফ প্রধান গ্রেফতার ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক
আগামী নির্বাচনে যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পুলিশ: আইজিপি

আগামী নির্বাচনে যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পুলিশ: আইজিপি

 

আগামী জাতীয় নির্বাচনে যে কোনো চ্যালেঞ্জ নিতে পুলিশ প্রস্তুত বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, অভিজ্ঞতার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ নির্বাচন কমিশনের (ইসি) অধীনে দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা পুলিশ লাইন্সে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আইজিপি আরও বলেন, মঙ্গল শোভাযাত্রা হবে। এ নিয়ে কোনো হুমকি নেই। তারপরও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’ বঙ্গবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ‘এখনও আমরা নিশ্চিত না, এগুলো জঙ্গি কিংবা অন্য কোনো কারণে হয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। জঙ্গি দমনে পুলিশের ভূমিকা সবসময় প্রশংসনীয়। আমরা জঙ্গি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তারপরও পুলিশ সবসময় সজাগ রয়েছে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাদকের বিষয়ে পুলিশ কোনো ছাড় দেবে না। সব বাহিনী মাদক নির্মূলে কাজ করছেন। আমরা একটা মাদকমুক্ত সমাজ গড়তে চাই। এক্ষেত্রে প্রতিটি পরিবারের অভিভাবকদের সচেতন হতে হবে। ছেলে-মেয়ে কোথায় যাচ্ছে, কখন ঘরে ফিরছে বা কার সঙ্গে চলছে, এই বিষয়গুলো দেখা দরকার।’ এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য রংপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলরুম (কল্যাণ ফান্ড) নির্মাণে মোট ব্যয় হয় দুই কোটি ৩৪ লাখ ৩৩ হাজার ৭৭৫ টাকা। এছাড়াও ১৯ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ১০ তলা ট্রেনিং সেন্টার ও ১৯ কোটি পাঁচ লাখ টাকা ব্যয়ে ছয় তলা পুলিশ অফিসার্স মেস নির্মাণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions