চুয়াডাঙ্গার জীবননগরে ভৈরব নদ থেকে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির দায়ে দুজনকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামের বোয়লমারী মাঠে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তিথি মিত্র। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার পেয়ারাতলা এলাকায় ভৈরব নদের পাড়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মনোহরপুর গ্রামের বাবলুর রহমানকে ৫০ হাজার টাকা ও জসিম উদ্দিনকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট দুজনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিথি মিত্র জানান, দণ্ডিতরা অবৈধভাবে ভৈরব নদের মাটি কেটে নিয়ে যাচ্ছিলো। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাদের জরিমানা করা হয়। অবৈধ এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উল্লেখ্য, মনোহরপুর গ্রামের বাবলুর রহমান দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ভৈরব নদের পাড়ের মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন। কিন্তু কোনোভাবেই তাকে অবৈধভাবে মাটি কাটা থেকে বিরত রাখা যাচ্ছে না। এর আগেও তিনি জরিমানা গুনেছেন। জরিমানা গুনলেও পরবর্তীতে আবারও তিনি অবৈধভাবে মাটি কাটা শুরু করেন। হয়তো এবারও তার ব্যতিক্রম হবে না।
Leave a Reply