ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ।।মামলা বিবরণ সূত্রে জানা যায় । ২৮ জানুয়ারী বিকেলে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার পদ্মা নদীর চরে অবৈধভাবে বেশ কিছু থেকে বালু উত্তোলন করছিল বেশ কিছু বালু ব্যবসায়ী । পরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মহিদুলের ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ এসে আই ময়নুল নিয়ে অভিযান পরিচালনা করে আট জনকে আটক করে । সাথে একটি ইঞ্জিল চালিত গাড়ি আটক করে । পরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবস্থাপনা আইনে আরো অজ্ঞাত ও পাঁচজনকে আসামি করে নামে মামলা রজূ করে জেল হাজতে প্রেরণ করে আটক কৃতরা হলেন । হালিম, জয়নাল ,রুহুল আমিন, লিটন ,গাফফার ,রিপন রুবেল ।
Leave a Reply