পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ীর টানে বাড়ি ফিরবে অনেকেই। এবারের ঈদযাত্রা অন্যান্য বারের তুলনায় হতে পারে একটু ভিন্ন।প্রতিবার ঈদযাত্রায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে মানুষের যে সময় নষ্ট হতো এবার তার অবসান ঘটতে পারে। তবে দেশে চলমান তাপদাহের কারণে কিছুটা অস্বস্তিতে পড়তে পারেন যাত্রীরা। এছাড়াও বছরের অন্যান্য সময়ে ছুটি-ছাটা তেমন পাওয়া যায় না বলেই ঈদের সময় অনেক বেশি মানুষ শহর থেকে গ্রামে যান। আবার অনেকে আনন্দ ভ্রমণের জন্যও এই সময়টি বেছে নেন। তাই বাড়ি ফেরা কিংবা আনন্দ ভ্রমণের জন্য বের হওয়া হাজারো নারী-পুরুষ ও শিশুর যাত্রাকে নিরাপদ করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। যদিও ঈদের সময় নৌ, স্থল ও ট্রেনে যানবাহনের সংখ্যা অনেক বাড়ানো হয়। তারপরও যাত্রীর সংখ্যার তুলনায় তা অপ্রতুল। ফলে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা লক্ষ করা যায়, যা অনেক সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় এবং ট্রাফিক ব্যবস্থায় ঢিলেঢালা ভাব লক্ষ করা যায়। বিশেষ করে ঈদের সময় ফেরি পারাপারের ক্ষেত্রে মহা জট লেগে যায়। এ ক্ষেত্রে ফেরির সংখ্যা বাড়ানোর পাশাপাশি সড়কপথের ব্যবস্থাপনাগত দুর্বলতাগুলো দূর করার বিকল্প নেই। এবার ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট শতভাগ অনলাইনে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে । সেই সঙ্গে টিকেট বিক্রিতে কিছুটা নতুনত্বও এনেছে বলে জানা গেছে। গত ঈদের অভিজ্ঞতায় দেখা গেছে, দিনের শুরু থেকেই রেলের পশ্চিমাঞ্চলের টিকিটের চাহিদা তুলনামূলক অনেক বেশি থাকে। কিন্তু পশ্চিমাঞ্চলের যাত্রীরা আশানুরূপ টিকিট পায় না। আর পূর্বাঞ্চলের টিকিট অবিক্রীত থেকে যায়। আবার সার্ভারেও অনেক বেশি চাপ তৈরি হয়। তাই এবার পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট আলাদা বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৪ জুন থেকে পবিত্র ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চারটি কাউন্টারে বিক্রি হবে শুধু দাঁড়িয়ে যাওয়ার টিকিট। তবে ঈদ যাত্রায় কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। প্রথম দিন বিক্রি করা হবে ২৪ জুনের অগ্রিম টিকেট। একইভাবে ১৫ জুন বিক্রি করা হবে ২৫ জুনের টিকেট এবং ১৮ জুন বিক্রি করা হবে ২৮ জুনের অগ্রিম টিকেট। সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত বিক্রি করা হবে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকেট। আর দুপুর ১২টার পরে বিক্রি করা হবে পূর্বাঞ্চলের ঈদ টিকেট। ‘এবারে ৮ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে। ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ২২ জুন, সেদিন পাওয়া যাবে ২ জুলাই এর ফিরতি টিকেট, একইভাবে ২৩ তারিখ ৩ জুলাই, ২৪ জুন ৪ জুলাই, ২৫ জুন ৫ জুলাই এবং ২৬ জুন ৬ জুলাইয়ের ফিরতি টিকেট বিক্রি করা হবে।’ তবে ঈদ যাত্রা আনন্দময় করতে হলে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতেই হবে।
Leave a Reply