গত রবিবার আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানের হাতে তুলে দিতে নিয়ে যাওয়া হয় তরুণীকে। পররাষ্ট্র আঞ্চলিক নিবন্ধন কার্যালয় এই তথ্য দিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের বেঙ্গালুরুতে বাস করছিলেন ১৯ বছর বয়সী পাকিস্তানি। তবে আপাতত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। কিন্তু তার প্রেমিক মুলায়ম সিং যাদবের বিরুদ্ধে ৪২০, ৪৯৫সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।
বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, একদিন ওই তরুণী পাকিস্তানে নিজের বাড়িতে ফোন করেন। এরপরই এ নিয়ে সন্দেহ করে পুলিশ। পরে বেঙ্গালুরুর একটি শ্রমিক শিবিরে তাকে দেখা যায়।
গত জানুয়ারির শেষদিকে যাদবকে গ্রেপ্তার করে পুলিশ। বেঙ্গালুরুতে নিরাপত্তারক্ষীর কাজ করেন তিনি। ইতোমধ্যে তার বিরুদ্ধে পাকিস্তানি মেয়েকে ভারতে নিয়ে আসার অভিযোগ উঠেছে।
হোয়াইট ফিল্ডের ডেপুটি কমিশনার অব পুলিশ এস গিরিশ জানিয়েছেন, ওই পাকিস্তানি মেয়ে ইকরা জিভানির সঙ্গে যোগাযোগ করেন যাদব। একটি অনলাইন গেমের মাধ্যমে তাদের পরিচয় হয়। সেখানে লুডো খেলতো তারা।
গত বছর এক কিশোরীর সঙ্গে পরিচয় হয় যাদবের। পরে তার মাধ্যমে পাকিস্তানি প্রেমিকাকে বেঙ্গালুরুতে আসতে বলেন তিনি। বিয়ে করার মনোস্থির করেন তারা।
২০২২ সালের সেপ্টেম্বরে নেপাল দিয়ে ভারতে আসেন জিভানি। পরে বেঙ্গালুরুতে শ্রমিক ক্যাম্পে থাকতেন তিনি। মাঝেমধ্য়েই পাকিস্তানের হায়দরাবাদে নিজের পরিবারে ফোন করতেন ওই তরুণী।
এতে গোয়েন্দা দপ্তরের সন্দেহ হয়। পরে ফোন ট্র্য়াক করে তারা। একপর্যায়ে মেয়েটির সন্ধান মেলে।
পুলিশ জানিয়েছে, ২০২২ সালের নভেম্বরে নেপালে জিভানির সঙ্গে দেখা করেন যাদব। পরে রাভা নাম ধারণ করেন তিনি। এরপর বেঙ্গালুরুতে আসেন তারা। সেখানে পাসপোর্ট বানানোর চেষ্টা করেন এই জুটি।
যাদব-জিভানি বাস করা বাড়ির মালিকের বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ। এর আগে ২০১৭ সালে এক ভারতীয় ও তিন পাকিস্তানিকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply