চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং মনে করেন, ইউক্রেন সংকট অদৃশ্য শক্তি দ্বারা দীর্ঘায়িত হচ্ছে। ভূ-রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ইউক্রেন সংকটকে ব্যবহার করছে ‘অদৃশ্য হাত’। রাজধানী বেইজিংয়ে বার্ষিক সংসদীয় সভার পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ইউক্রেন যুদ্ধে চীন তার মিত্র রাশিয়ার পক্ষে কাজ করছে বলে বিভিন্ন সময় দাবি করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এমনকি রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে বলে অভিযোগ রয়েছে। যদিও ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কোকে সামরিক সহায়তার বিষয়টি অস্বীকার করে আসছে বেইজিং।
মস্কো-কিয়েভের সংকট দীর্ঘায়িত হওয়ায়, যত দ্রুত সম্ভব বিবদমান পক্ষগুলোকে আলোচনায় বসার তাগিদ দিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন বলেন, ‘সংঘাত, নিষেধাজ্ঞা এবং চাপ সৃষ্টি করে সংকটের অবসান হবে না…। অবিলম্বে শান্তি আলোচনার প্রস্ততি শুরু করা উচিত এবং সবপক্ষের বৈধ নিরাপত্তা উদ্বেগকে সম্মান জানানো উচিত।’
ইউক্রেন-রাশিয়া সংকট নিয়ে সম্প্রতি ১২ দফা শান্তি পরিকল্পনার প্রস্তাবে রেখেছে বেইজিং। এর মধ্যে দুই দেশের সার্বভৌমত্ব ও সংকট অবসানের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু ওই প্রস্তাবে ত্রুটি রয়েছে জানিয়ে প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো।
এই যুদ্ধে রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তা করলে চীনকে পরিণতি ভোগ করতে হবে- যুক্তরাষ্ট্রের এমন হুমকির প্রসঙ্গে চীনা পররাষ্টমন্ত্রী আরও বলেন, বেইজিং ইউক্রেন সংঘাতে কোনও পক্ষকেই এমন সহায়তা করেনি।
তিনি বলেন, চীন কোনও পক্ষে নয়। কাউকে অস্ত্র দেয়নি। তবে কিসের ভিত্তিতে চীনের বিরুদ্ধে দোষারোপ, নিষেধাজ্ঞা ও হুমকি? এসব একেবারেই অগ্রহণযোগ্য।
Leave a Reply